ইব্রাহিম জামান এলিন

ইব্রাহিম জামান এলিন
জন্ম তারিখ ৩ ফেব্রুয়ারি ১৯৯৭
জন্মস্থান পঞ্চগড়, বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ
পেশা ছাত্র
শিক্ষাগত যোগ্যতা নাট্যকলায় বি.এ. অনার্স(অধ্যায়নরত)

জন্ম ১৯৯৭ সালের তেসরা ফেব্রুয়ারি পঞ্চগড় জেলার বোদা থানার অন্তর্গত বড়শশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামে। পিতাঃ গোলাম রহমান ; মাতাঃ ইয়াছমিন আক্তার। সাত ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। শৈশব থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত তার পৈতৃক নিবাসেই কাটে। ব্যক্তি জীবনে তিনি একজন ছাত্র। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। শিক্ষা জীবনে, বড়শশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাক প্রাথমিক বিদ্যালয় থেকে পি.এস.সি এবং বালাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জে.এস.সি এবং বিজ্ঞান বিভাগে এস.এস.সি পর্যন্ত অধ্যায়ন করে। বিজ্ঞান বিভাগেই এইচ.এস.সি অধ্যায়ন করে মকবুলার রহমান সরকারি কলেজ, পঞ্চগড় থেকে। বর্তমানে তিনি জগন্নাথ ইউনিভার্সিটি এ নাট্যকলা বিভাগে অধ্যায়নরত। শিক্ষাজীবনে কবির নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটে। তার মধ্যে উল্লেখযোগ্য অভিজ্ঞতা হচ্ছে সরকার হায়দার রচিত "পাখিদের বৈঠক" নাটক মঞ্চস্থ করা। তিনি জীবনের সমস্ত লেখা তার প্রেরণা দানকারী পিতা এবং মাতাকে উৎসর্গ করেন।

ইব্রাহিম জামান এলিন ৭ বছর ৩ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে ইব্রাহিম জামান এলিন-এর ৭টি কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
২৩/১০
১০/১০
৪/১০
১৪/৯
৮/৮
৩/৮
২২/২