সেদিন বিকেলের কথা...
-ইব্রাহিম জামান এলিন

চাহনিতে নিযুক্ত নির্লিপ্ততায় শুন্যে বিরোচন
প্রাণহীন জগতের ছায়া করে নিয়েছে উন্মোচন
ফেলে আসা ভুলগুলির ভুলেই কথা বলি
চলো একসাথে একহাতে এক পথে চলি..............


রাতকে বলে দিন; তুমি বড্ড অসুখী
কিশোর বয়স পড়েছে এ কোন অসুখে
ঘুম আসে আধফোঁটা হাওয়ার চাঁদে
বারান্দা ঝুলে এই আকাশের ছাঁদে
মিথিলারাজ্যে কি দুঃসহ জীবন যাপন
                                         - এ যে আমৃত্যু আমরণ।


কেঁদেই যায় পরিচেয়ে শিশির বিন্দু
শ্বাসরুদ্ধ হয়ে বেঁচে থাকে শীতের শীর্ষেন্দু
ঘামের গন্ধে শ্বাসের স্তূপ আছে জমে
সে তৃণে শামুকেরা শ্রী চৈতন্যের প্রেমে
আসমান জমিনে কৃতার্থ নিরুপম সাম্যে ঝলসায়
                                        - ম্লান খেসারতের ক্ষয়।


একা একা বলছি ছুটে আয় ছুটোছুটি
নকশায় স্বপ্নরা তালগোলে লুটোপুটি
মনের গানে তুমি ভণিতায় পারদর্শী
কোল ঘেঁষে ছুটে যায় জানালার শার্শি
মৃত্যুর শাঁসে আনাচেকানাচে কদম্বের বোঝায়  
                                    - বিরল সে সিক্ত চেতনায়।


কিছুনা নষ্ট স্বপ্ন এনেছি চেখে দ্যাখো
রাত-দুপুরের বইয়ে চাপা যন্ত্রণায় মেখো
তোমার চিত্তে উঁকি নিয়ে এ কেমন প্রেম
চিত্তে ভিত্তে ভেসে যায় হারানো রোদ্দুর স্টিম
দুর্গেশ অর্ধপথে থেমে যায়; থামিয়ে দেয় ভৃত্য
                                   - বিলক্ষণের শেষ মহাকৃত্য।


মাঝক্ষনে বেপরোয়া ভাবনার বর্ষা গুলীয়ে
নিঝুম রাস্তা পাহারায় বৃষ্টির সুখ যাচ্ছে তলিয়ে
দুপশলা জ্যেষ্ঠ ফোঁটা শুষে ধুলো নম্মি
শেষরাতে শ্মশানে দিয়ে যায় উলু ধ্বনি
জবাব দিবে কোন সরস্বতী কোন হা হতাশার পথে
                                  - হৃদিদের স্বর্গ হাতে।


ঘাসফড়িঙের ডানায় ঝরে তোমার ঝিরিপথ
উঠোনে রেখায় হাঁটছে আমার ভিন্নমত
কোন আকাশে শব্দ করে কন সে মেঘের বুক
বিষণ্ণা আজ ঘুমিয়ে নিয়ে দিচ্ছে যাত্রা শোক
যেদিকে যাই ঐ মেঠোপথ কুঁড়িয়ে নিচ্ছে আমায়
                                - কুঁড়িয়ে নিবো তোমায়।


খুঁজে নিও পুরনো নতুন খবরের কাগজে  
ইঞ্চি প্রয়োজনে কানেকানে তোরিই গান বাজে
নাগরিকা তুমি বড় হাস্নাহেনার স্নেহে
অনাদরে আদর কাটছে এই দিগন্তের মোহে
অবেলায় আজ তোমার হাত ছুঁয়ে দিয়ে যায়
                               - প্রভাতের অসীমতায়।


কব্জিতে নেই আহুতির রংধনু ঝাপসা রঙ
যাযাবর মন তাই করে বাজী; নির্মিতার সঙ
প্রবীণ ঘাসের সঙ্গোপনে আমি চাপা মৃত্তিকায়
পাখায় পাখায় ঘুরে পথে আসো আমি অপেক্ষায়
বিভক্ত পৃথিবী খরচের তালিকায় অবেলার অবসর
                                - নীল নীল ঢেউ সমস্বর।

ব্যস্ত ফুটপাতে শুনেছি চোখে মুখে
পাখিরা কেন গান গায় হিজল মেখে মেখে?
চুলের ঘ্রাণে শরদিন্দু ভালোবাসে আমায়
দীপালী এলে পড়ে বিকেলে টানছি তোমায়
নবীন কুচুরিপানার জলে ভেসে ভেসে যায় দিন
                                - উড়ে যায় সারাদিন।

এখনো সন্ধ্যামালতি ফুটে তোমার বাড়ীর সন্ধ্যায়
কিছুটা ভালোবাসা নদীদেয়ালে আলো দিয়ে যায়
কাজললতা আড়মোড়া ভাঙ্গে স্বত্ব হিমালয়ে
দখীনা হাওয়া পুরনো ঘরে এপাশে যায় বয়ে
সময়টা তাই কাব্যের সাথে ওপাশে হাত রাখে হাতে
                                  - রূপসময়ের সাথে সাথে।


দূরবীন চোখে মরুভূমি খোয়াবনামায় হাসে
কে যেন দূর আকাশে ঐ দূরবীন ভালোবাসে
ওয়ালেটে গুঁজে রাখা বেতাল কাগজের ভাঁজে
বকুলের পাপড়ি শুধু বৃষ্টি তোমাতেই সাঁজে
তবে ছুটি দিয়ে দাও; এক্ষনি সেই ঘনকালো মেঘ রাশি
                                   - তোমাকেই ভালোবাসি


তোমার মাঝে আমার মাঝে এখনো বেঁচে আছি......
তোমাকেই ভালোবাসি
আমাকেই ভালোবাসি.......


23-10-2017
৬ কার্তিক ১৪২৪
লোহারপুল , গেণ্ডারিয়া, ঢাকা