ঝাঁপা বাওড়ে অনাথ মাঝি হাল ধরেছে যখন
জোয়ার ভাটায় নাওএ উঠে ডরকরেছে তখন
এখন হেথায় নাওযে নাই
ভাসমান সেতু পেয়েছে ঠাই।


চির অবহেলিত ঝাঁপা এলাকার ৬০জনের যুব ভাই
নিজেস্ব অর্থায়নে স্বপ্নের সেতু বানিয়েছে তাই
৮ফুট চওড়া দৃষ্টিনন্দন সেতুর উপর হেটে চলার মজা
পাচ্ছে এখন অন্ধজনেও কারন সে পথ সোজা।


এতো বড় সুন্দর সেতু দেশে আর কোথাও নাই
৬০ জনের কাছে জাতির মাথানত তাই
কালকে ছিল প্রতিক্ষারত পিড়িতদের আর্তচিৎকার
আজ সেখানে ভাসমান সেতু কি চমৎকার।


কবির আর্তচিৎকার কলমের কালির আল্পনায় উঠেনি যেটা
তোমরা সবে স্বচোখে দেখ জানো এসে সেটা
যশোর রাজগঞ্জের ৬০যুব সন্তান দেশ মাতৃকার
স্বপ্নের ভাসমান ড্রামের সেতু বাংলাদেশের অহংকার।
                 ##########
                         ০২/০১/২০১৮