নির্ঘুম রজনীর নিখাদ নিঃশ্বাসে
স্মরী তোমায় হে প্রেয়সী
তুমি স্বপ্ন, তুমি অধরা মানসী।


বৈশাখী ঝড়ে, দাবানলের ধূলোয়
দ্বি-প্রান্ত জোড়া বিজলীর আলোয়
তুমি এসেছিলে হে অতশী
তুমি স্বপ্ন, তুমি অধরা মানসী।


ভগ্ন মনে নয়, নগ্ন নয়নের দহনে
ভ্রাতি-জ্ঞাতি উপেক্ষা করে
প্রতিক্ষার প্রহর ভেঙ্গে
তুমি এসেছিলে হে সুকেশী
তুমি স্বপ্ন, তুমি অধরা মানসী।