কবিতা চরণে তোমার যেখানে দেখিবে কেহ সুন্দরে অলঙ্কৃত উক্তি,
আমি যে সেই চরণে দেখিতে পাই তোমার মধ্যে আজীবন ঘুমিয়ে থাকা অপূর্ব এক সৃষ্টি।


যে চরণে কেহ দেখিতে পাই তোমার প্রার্থনার আকুতি,
আমি যে সেখানে দেখিয়াছি কষ্টে পড়ে থাকা  ছিন্নভিন্ন কয়েকটি উক্তি।


যেখানে কেহ দেখিয়াছে বাবার প্রতি সন্তানের কঠিন ভালোবাসার টান,
আমি যে দেখিয়াছি কঠিন পরীক্ষার মুখে বাবাকে দেয়া তোমার অশ্রু বিসর্জন।


যেখানে কবিতার ভাষায় কেহ যে দেখিয়াছে তোমার প্রতি বিরহের গান,
আমি যে সেখানে দেখিয়াছি সন্তানের হাত পা ছুড়ে চিৎকার করা বড় কষ্টের কঠিন আত্মদান।


যেখানে কেহ কবিতার মেলায় দেখিয়াছে বাধা আর সবটুকু ব্যাবধান,
আমি যে সেখানে দেখিয়াছি মিথ্যা দিয়ে জোর করে মনকে শান্তনা দেয়া কতগুলো মনুষ্যের গান।


যেখানে কেহ দেখিয়াছে বাবার ভালোবাসায় সিক্ত সন্তানের বিজয়োল্লাস,
আমি যে সেখানেই দেখিয়াছি বক্ষে কঠিন আঘাতে অশ্রু ঝরা সন্তানের কাঁধে বাবার একটা লাশ।