হারিয়ে গিয়াছে আমার স্বপ্ন-
খুঁজে পাওয়ার আশায় আমি নিরাশা,
নীড় হারিয়ে উদ্বাস্তু বনে হয়েছি দিশেহারা
শান্তির স্বপক্ষে অনঢ় আমি একমাত্র তোমাকে ছাড়া।


তোমায় আমি খোঁজার চেষ্টা করিনি-
সাধনে সাধনে অযজ্ঞে হয়েছে নিত্য নতুন সাজ,
তোমায় হারাবার মনের ভয় হয়েছে তিক্তে ভরা বিষাদ
মনের কাছে তোমাকে খোঁজার প্রশ্নে ভাগ্য হয় লুণ্ঠিত।


বেদনায় ভরা বক্ষ আমার পতনে স্বপ্নীল সমাধি-
বুকে ব্যথা মনে জ্বালা অগ্নির ন্যায় ঔদ্যত্ত্ব অনুরাগ,
আমি যে ভাবতে পারিনা তোমায় মনে যে অসংখ্য কলঙ্কের দাগ
তোমারই কুলেতে জন্ম আমার হয়েছে বড্ড অপরাধ।


তুমি আমার-নয়তো আমি ভেবেছি সারাক্ষণ
তোমারই পিছে ঘুরছি সারাবেলা যদি পেয়ে যায় একবার তব মন,
আমি যে এতিম ভীষণ পরম্পরা রয়েছি যে তোমারই কুলে
দু:খময় জীবন লইয়ে খুব বেশি দেখা যায় না এমন অভাগাদের দলে।


আমি যে তোমায় খুঁজতে চাইনি খুঁজেছি মনের অন্তরালে
পিছনের স্মৃতি বিষ্মৃতি হয়ে পড়ে আছে ভব নিরালে,
ছবি করে রেখেছি তোমায় স্বযত্নে পিঞ্জরে
তোমাকে আমি ভালোবেসেছি ভালোবাসতে চাই চিরদিন চিরতরে।