শিক্ষাঙ্গনের প্রথম ধাপে কাটে কিশোর বেলা,
আচা-মুচি আর গোল্লাছুটে হয় যে দিশেহারা।


প্রথম থেকে পঞ্চম শ্রেণী অন্য কোথাও নাই,
সে যে আমার বাংলাদেশে প্রাইমারীতে পাই।


পিটি করা আর শৃঙ্খলা সকালে হয় শুরু,
ভালো কাজে শপথ করতে শেখায় শিক্ষাগুরু।


শিক্ষায় আমার মেরুদণ্ড শিক্ষিত আজ জাতি,
গোড়া থেকে শিক্ষা নিয়ে দেশের করছে খ্যাতি।


দ্বিতীয়তে পড়ে বাবু হয় যে তার গতি,
চক ছেড়ে আজ কলম ধরে হয়েছে বড্ড মতি।


মুড়ি মুড়কির ঘ্রাণ এসেছে আয়রে ছুটে আয়,
আসন গেড়ে খেত বসে এ যেন এক দাওয়ায়।


নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে,
প্রথম শিক্ষাতে প্রাইমারী আছে অন্তরালে।


ভয় করিনা হার মানিনা অজগারও যদি আসে তেড়ে,
দূর-দূরান্ত যাবো আমি ঝকঝকাঝক ট্রেনে চড়ে।


শিক্ষায় আমার মনুষত্ব শিক্ষা আমার অধিকার,
মূল্যবোধে আসতে গেলে প্রাইমারী যে হবে পার।