যত দিন যায়- মনের গহীনে বাসাবাঁধা প্রাণের পাখিটা
নিরাশার বাঁকে চাই।
আমি যে পড়েছি হতভাগাদের দলে,
অবুঝ মন লুটোপুটি খায় মায়ের করিডোরে।
আমি যে কুলাঙ্গার- মা বলেছেন, হবে না আমার দ্বারা কিচ্ছু,
সঠিক পথকে রোধ করে যদি পড়ি আমি পিছু।
মা আমার প্রাণের আকুতি বারে বারে কি যে চায়?
স্বার্থের কারণে তোমার টানে মাগো বারে বারে ফিরে যায়।
মা আমি সত্যি হতভাগা- তোমায় দিতে পারিনি কিছু,
সমাজের বুকে মাথা তুলাবে বলে নিজের জন্য বাকী রাখনি হেতু।
তুমি যে আজ হতভাগা- পড়ে রয়েছো বিছানার কোলে,
সত্যি মাঙ্গি মাগো আমি যে তোমার সেই হতভাগ্য ছেলে।
জীবনভরে পথ চলেছি মিলেনি সেই পথটির চিহ্ন,
যাহা লইয়ে তুমি স্বপ্ন দেখেছো করেছো আমার বৃত্ত।
সাহস আমি হারায়নি কভু বুকে অসীম আশা,
আমি যে আজ পেয়েছি তারে নই যে সত্যি নিরাশা।
অবশেষে আমি পেয়েছি তারে মহান করুণাময়,
সমাধান লইয়ে বসে আছে কত- সর্বমানুষের সহায়।
ভুল যদি না করি মাগো আমার অলিক ভেঙ্গে,
বলতে আমি বাধ্যগত যে- সৃষ্টিকর্তা তবে একজনেতে মেলে।
তিনি যে মহৎ অসীম সহায় অস্বীকারের কিছু নাই,
আমি যে পেয়েছি তোমারই কারণে তাঁর কাছে একটু ঠাঁই।
মিথ্যা যাবে এবার ধুয়ে মুছে সবে হতভাগ্যের বুলি
কে বলেছে আজ আমি হতভাগাদের কুলি?
সৃষ্টিকর্তার সান্নিধ্যে আজ তিনিই সবার ভগবান,
তিনি যে আমার মহানন্দ তিনিই আমার সর্বগান।