কৌতুহলী মন উদাসীন হয়ে
উঠিয়াছে সাজের বেলায়,
ভালোবাসার পদচিহ্ন এঁকেছো কোণে
হৃদয়ের বিমূঢ়ত ধারায়।


দেখা মেলেনি আমারই সনে
হয়েছো পূর্ণ পাগলপারা,
কত জনম যে চোখে দেখো না
মুখশ্রীতে এমনই ভাবটিখানা।


আগন্তুকের চিহ্ন মিলিবে কি শর্তে
জানা নাহি ছিল তোমার,
মনের পিওনকে প্রশ্ন ছুড়িলে
উত্তর ফিরে নাহি আসে আর।


মনের তৃষ্ণা মেটাতে আজ আসিয়াছো
অপরাহ্নের বেলায়,
অমৃতের স্বাদে বাধিতে মোরে
ভাসিয়াছো আনন্দের ভেলায়।


মনের পিওনে সংবাদ বর্ণিল
তোমারই অন্তরক্ষের কথা,
ভালোবাসিতে পারে আমাকে কেহ
মনেই ছিলনা গাঁথা।


আকুল হয়েছি তোমারই দর্শনে
ছুটিয়াছি স্বপ্নপুরে,
উপস্থিত বুঝিয়া তুমি লুকাতে ব্যস্ত
আঁধারের অন্তরালে।


স্বপ্নপুরীর রাজকন্যা তুমি
সুরোতে ডাকিয়াছে রূপের বান,
সৌন্দর্যের কমতি নাহি যে তোমাতে
পূর্ণতা করিয়াছে মেহেরবান।


ধবল পোশাকে দেখিয়াছি তোমায়
অন্ধকারের বেলায়,
চক্ষু মিলিয়া সাটিয়াছি হিয়াই
মোর বক্ষ হৃদয়ের ভেলায়।


আপ্যায়নে ভরা যতন তোমার
করিয়াছো মনটি ভরে,
অমৃতের স্বাদে দিয়াছো আমায়
খেয়েছি পেটটি পুরে।


আমি যে তোমায় বাসিয়াছি কত
নাহি বর্ণনার ভাষায়,
সোনায় মুড়িয়ে বদনখানী তোমার
রাখিবো যতনে তোমায়।