একে একে সব যায় হারিয়ে
মাঠ ঘাট প্রান্তর ছাড়িয়ে ,
  যার নেই কোনো ঠিকানা ।
অমোঘ নিয়মে হায়
সব কিছু চলে যায়
থাকি যারা, ভুলিতে পারি না ।
কত ছাড়ি কত গড়ি
কত নদী সিন্ধু পাড়ি ,
  নাই তার কোনো কুল কিনারা ।  
যে দিকে চাহিয়া থাকি
আদিগন্ত দৃষ্টি রাখি
ভাবালুতায় হই দিশেহারা।
ধীরে ধীরে সব হারায়
শুন্যে বিলীন হয়ে যায় ।
   বদলে বদলে থাকে প্রকৃতি,
শেষ বেলায় , অবেলায়
একা ভাবি বসে নিরালায়
ক্ষণস্থায়ী এ সব প্রেম পীরিতি ।