হে নিলীমা, তোমায় দেখি অবাক পানে ,
বার বার ছুটে চলি তোমার অমোঘ ঠানে ।
কটিদেশে  খন্ড বস্ত্রে কত নাইতে নেমেছি ।  
দু’হাত মেলে সন্তর্পনে কত সাতঁরেছি ।  
তুমি আছড়ে পড়েছো আমার উপর নির্দ্ধিধায়।
ঢেউ তু্লেছো মুহুর্মুহ অবলীলায় আমার গায় ।
আমার এ দেহ খানি তোমার ফেনিল উচ্ছাসে
সকল ক্লান্তি ধুয়ে মুছে আন্দোলিত দুঃসাহসে।  ।
অসীমা, তোমায় আমি ভুলতে পারি না ।
সাগরিকা, তোমার স্নীগ্ধ সান্নিধ্য কভু ছাড়ি না ।