তারপর আমি এই গ্রামে আবার ফিরে আসি।
অনেক দূর পথ পেরিয়ে।
ততোদিনে আমি ক্লান্ত।
আমার গ্রাম প্রবীণ মহাকায় বৃদ্ধ।
আমাকে আলিঙ্গনের জন্যে
কোন বাহুল্য করার মতোন সুযোগ তার নেই।
আমার শেকড় অবশিষ্ট নেই খুব বেশি।
অলস সন্ধ্যেতে আমি এই গ্রামে ঠাণ্ডা পায়ে হেঁটে যাই,
পরিচিত মুখ খুঁজি।
ভাবি, হৃদ্যতার বোধে কেউ হাত বাড়িয়ে দিয়ে বলবে, আরে তুই..?