আমি বিকল্প এক বিশ্ব গড়ার স্বপ্ন আকঁছি ।
যেখানে হিংসা আর হানাহানিতে ,
মলিন হবে না শিশুর নির্মল হাসি ।
অথবা
আবাল বৃদ্ধের রক্তে রঞ্জিত হবে না
গাজা ভূখন্ডের মতো
পীচ ঢালা রাজপথ ।
বিকৃত হায়েনাদের কামনায় ,
লুন্টিত হবে না মা-বোনের ইজ্জত ।
অথবা
মেকি সন্ত্রাস দমনের নামে ,
আগ্রাসন হবে না কোন দেশের স্বাধীনতা ।
কিশোর কিশোরীর কল্লোল উচ্ছাসে
মুখরিত হবে সকল বিদ্যাপীঠ ।
হয়তো আমার স্বপ্নের ভাবনা ,
এ ছোট্ট জীবনে দেখা হবে না ,
কিন্তু সেদিন আর বেশি দূরে নয় ,
যেদিন নির্যাতিত শোষিতের আর্তনাদে
অথবা
দেওয়ালে পিঠ লেগে যাওয়া সমাজ হতে
বেরিয়ে আসবে শত শত  
বিস্ফোরিত অগ্নি স্ফুলিংগ ।
আকাশে বাতাসে ধ্বনিত হবে ,
প্রকম্পিত হবে স্বৈরাচারীর কালো হাত ।
অন্যায় অবিচারের বিরুদ্ধে  
রুখে দাঁড়াবে বিপ্লবী জনতা ।
নতুন মোড়কে উজ্জিবিত হবে
শোষন মুক্ত সুস্থ সমাজ ।
মুক্তির উল্লাসে মেতে উঠবে ,
    সুন্দর এক পৃথিবী ।