সে এক নারী,
চুল তার এলোমেলো পিঠে,
নীল শাড়ি আর লাল ব্লাউজের পিছে |
খোলা চুল কখনও কি দেখেছো খোলা পিঠে !
সে এক নারী,
তাকে দেখেছি আমি বহুবার,
কতবার যেন সে ফিরে ফিরে গেছে এই পথে,
এই আমাদের পথে,
তবু তাকে কখনোই যেন-
হয়নিকো দেখা কাছে থেকে|
অন্ধকার কোনও এক দেশ আছে-
এই পৃথিবীতে ,
আঘ্রানের শীতল ভোরের রাতে,
চাষীরা ধান কেটে নিয়ে যায় ঘরে ঘরে ,
আমি দেখেছি তারে,
চাষী বউয়ের মত সে দাড়ায়েছে দ্বারে|
বকুলের মত কোনও ফুল যদি পাই,
গুঁজে দিতে চাই তার চুলে,
তার মুখ খুঁজেছি অনেক , তবু আজও হয়নিকো দেখা তার সাথে,
এত নারীদের দের ভিড়ে তাই আমি একা |
সেই নারী,
কুমারীর মতো গোপনে ভালোবেসে আজও,
আজও দিলে দিতে পারে তার প্রথম চুমু|
আর কেউ কী পারে তার মতো?
সেই ষোড়শীর মতো!
আমি সেই রুপসীর প্রেমে আজও ছুঁলে ছুঁতে পারি ঝরে পড়া নক্ষত্রের আলো,
কার্তিকের জ্যোৎস্নার রাতে খুঁজে এনে দিতে- পারি,
হারিয়ে যাওয়া সেই মহিনের ঘোড়াগুলো,
ভালবাসা এমনইতো হয়,
মনে হলে হোক এসব আজগুবি কথা,
তবু আমি পারি আমি জানি,
যদি তারে আজও-
আজও খুঁজে দিতে পারো|