ভুল করা একটা মানুষ,
তালবেতাল হারিয়ে বেহুশ,
অন্তরে তার হাজার ক্ষত
লজ্জায় তার মাথানত।


ভিতর বাহির শুধুই জ্বলন
নাই কি রে তার মুক্তি,
কোন সে ভুলে মানুষের তরে
উঠে গেলো ভক্তি।


ভুল শুদ্ধ হিসাব কষে
ভুলের খাতা করলো জমা,
কেমন করে মিলবে রে ভাই
কেমন করে চাইবে ক্ষমা।


ইচ্ছেকৃত ভুল সে তো নয়
ভুলের মাঝেই হয় পরাজয়,
আজ বুঝি তাঁর আত্মদহন
হবেই হবে হবেরে নিঃশ্চয়।


কেমন করে যায় যে পাওয়া
শুভংকরের দৃষ্টি,
ভুলে ভুলেই হচ্ছে রে ভাই
নতুন ভুলের সৃষ্টি।


৩/১১/২০১৭