***


মাননীয় ত্রাণ মন্ত্রী......
                       হ্যাঁ, আপনাকেই বলছি,
শতব্যস্ত মানুষ আপনি
                        তবুও মনোযোগ চাইছি;
তিস্তা পাড়ের মানুষ আমি-
                      জ্বি, বাচ্চু মিয়া নাম;
চলছে কেমন জীবন সংসার
                        দয়াকরে, একটু শুনে যান।


ভূমিহীন মানুষ আমি,
                      ভাড়ায় অটোরিকশা চালাই;
ছেলেটা আমার কলেজে পড়ে,
                     মেয়ের জন্য খুঁজছি জামাই।
অর্থাভাবী মানুষ আমি-
                    কখনো বাড়েনি আমার দাম!
হিমশিম করে চলছে জীবন,
                     বেয়ে পড়ছে মাথার ঘাম;
অতিকষ্টে সংসার চালাই,
                          অল্প আয়ের দরুন;
তিনবেলা খাবার যোগাতে-
                          অবস্থা আমার করুণ।
হু হু করে নিত্যপন্যের-
                      দিনদিন যাচ্ছে বেড়ে দাম,
তেমনিভাবে বাড়ছে নাতো -
                       এই নিরামিষভোজীর ঘাম!
দাউদাউ করে পুড়ছে বাজার-
                        যাচ্ছে ছিঁড়ে লাগাম,
যেভাবেই হোক মন্ত্রী মশাই
                        এই উর্দ্ধগতি থামান;
আপনি চাইলেই যাবে থেমে
                         লাগবে নাতো কামান!


ডালভাতে বেঁচে থাকা-
                        এটাই মোদের স্বপ্ন;
তিনবেলা ভাতটুকুই চাই-
                        চাই নাতো ধনরত্ন!
বর্ষা-শীতে থাকেনা কাজ,
                       লেগেই থাকে মঙ্গা;
বারোমাসে কাজ চাই-
                       চাই না ভিক্ষের ঠোঙ্গা।


১২:৪৩/২৫-১০-২০১৭