আমাকে গ্রহণ করো সানজিদা, আমাকে গ্রহণ করো
আমি মধ্যপ্রাচ্যে সিএনএন বা ফক্স নিউজের
রিপোর্টার ছিলাম না কোনোদিন
কোনোদিনও চাকরি করিনি কোনো দেশের
গোয়েন্দা বিভাগে ; আমাকে বিশ্বাস করো !


আমি দূর্বাশিশিরে দু’পা ধোয়ায় অভ্যস্ত মানুষ
ভালোবাসার চরণে তোমার উঠোনে এসেছি
কোনো ক্ষমতালোভী সেনাপতির বুটজুতা নেই
আমার পায়ে; আমাকে ভেতরে নাও!


আমার ভালোবাসা আরব আকাশে ঝুলে থাকা
শান্তির জন্য কোনো মার্কিনী প্রতিশ্রুতি নয়;
আমার প্রতিজ্ঞা নয় রোহিঙ্গাদের জন্য
টাটমাডো প্রণীত প্রত্যাবাসন প্রকল্পের ঘোষণা,
আমাকে আস্থায় নাও!


একথা সত্য যে সুদকষা আর লাভক্ষতির অংক শিখে
কেটেছে আমার বিদ্যালয়কাল,
পরীক্ষায় লেটারমার্কও পেয়েছি
তবু আমি কোনোদিন কোনো জগতশেঠ হতে চাইনি
প্রান্তরের স্বরলিপি আর নদীর লিরিক
আমাকে প্রেমনিষ্ঠ কবি হতে বলেছে,
আমি কবি হয়েছি,
ভালোবাসা আমার একমাত্র বদ অভ্যাস,
আমাকে গ্রহণ করো সানজিদা, আমাকে গ্রহণ করো!