গাঙের দেশের কবি আমি
শব্দই আমার সব
ভালোবাসি স্রোতের সেতার
ঢেউয়ের কলরব।


ভালোবাসি পাতার বাঁশি
মাটির সুরের স্বাদ
ভালোবাসি তাজিংডঙের
ঝরনা অনুবাদ;


ভালোবাসি ঘুমের ঠোঁটে
আলিঙ্গনের গান
সে যদি হয় শাখ-ই নবাত
হাফিজ আমার প্রাণ;


ভালোবাসি মুআল্লাক্বা
হাওয়ার মাহফিল
খৈয়াম রুমি যেথায় রচে
প্রেমের অন্ত্যমিল।


কিন্তু উল্টো হায়েনারা
চালায় আগ্রাসন
বক্ষে ঘৃণা, হাতে বোমা,
মিথ্যা উচ্চারণ;


শিশুহত্যা-- নারীহত্যা
হাসপাতালে বু..ম !
পশ্চিমা সভ্যতা রচে
মাৎস্যন্যায়ের ধুম;


ভয়ে পালায় আনকা হুমা
হাওয়ার গা যে লাল !
সানবার্ডেরা মরিয়া হয়ে
খুঁজছে খেজুর ডাল;


দারবিশ তো স্বর্গলোকে
হিবা কামাল খুন
কবি ফিনিস্ড! উদ্বেলিত
দখলবাজের নুন !


যেটুকু আজ দখলমুক্ত
সেও কারাগার
গিনিপিগ অই মানুষগুলো
অস্ত্র পরীক্ষার;


লাইলি মজনু ঘুমিয়ে ছিল
বালুর হকিকত
কবর কাঁপে: এই কি তবে
আসলো কেয়ামত?


কেউবা আবার হাতে নিয়ে
একই রকম প্লান
”আমরা আছি তোমার সাথে”
গাইছে কোরাস গান..


সাঈদ তো উর্ধ্বলোকে
তারার পারাবার
চমস্কি? সে একলা মুখে
বলবে কত আর!


"গ্রাস করলে তাদের ভিটা
লুটলে তাদের ধন
বছর বছর মরে ও ঠকে
মরিয়া তাদের পণ....’’


--মুখ ফসকে জাতিসংঘ
পশ্চিমাদের পুতুল
যেই বলেছে--এসব কথা
অমনি হুলুস্থুল !


নেইকো আমার এফ সিক্সটিন
নেইকো টমাহক
আমি কবি আমার হাতে
পঙক্তি রচার ছক।


সৃষ্টি করাই ধর্ম আমার
সৃষ্টিই আমার প্রেম
কেন আমায় দেখতে হবে
গণহত্যার গেম?


হাততালি নয়,--হে লুণ্ঠক
হত্যাকারীর জোট
তোদের বিরুদ্ধে রেখে গেলাম
কবির একটি ভোট।