কদম ফুলের বন
শিহরিত অনুক্ষণ
অনুক্ষণ কিশলয় কাঁপছে
কাঁপছে হৃদয়ের স্মৃতিঘর
ঘরে পড়ে আছে কিছু কষ্ট
কষ্টেও সুখ হয় বুঝিনি
বুঝিনি তারাদের জ্বলুনি
জ্বলুনিতে জ্বলছে পাজরা
পাজরায় বসতি গড়ে মাজরা
মাজরা নরম দেহ তবুও
তবুও ক্ষমতা কী কাটবার
ধীর লক্ষ্যপথে হাঁটবার
হাঁটবার ক্ষণগুলো
পড়ে আছে মেখে ধুলো
ধুলো ঝাড়বার কেউ নেই আর
সাগরপাড়ের ঢেউ
গোনার নেই কেউ
কেউ নেই একটুপাশে থাকবার
পাশাপাশি একটু হাঁটবার।