জসীমউদ্দীন

Jasimuddin

জসীমউদ্দীন
জন্ম তারিখ ১ জানুয়ারী ১৯০৩
জন্মস্থান তাম্বুলখানা, ফরিদপুর, বাংলাদেশ
মৃত্যু ১৩ মার্চ ১৯৭৬
সমাধি গোবিন্দপুর, ফরিদপুর, বাংলাদেশ

জসীমউদ্দীন (Jasimuddin) একজন বিখ্যাত বাঙালি কবি। তাঁর পুরো নাম জসীমউদ্দীন মোল্লা। তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে পরিচিত। তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য অবদান। তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জসীমউদ্দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তার নিজ গ্রাম বিমলগুহে সমাধিস্থ করা হয়। (উৎসঃ উইকিপিডিয়া)


Poetry RSS

এখানে জসীমউদ্দীন-এর ৯৬টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
শিরোনাম
মন্তব্য
১৯
২৩
৫২
৪৫৬
১০
৩৫
৫৪