এই পৃথিবী স্বার্থ ঘেরা রঙ্গীন রং মহল
জামাল উদ্দিন জীবন


এই পৃথিবী স্বার্থ ঘেরা রঙ্গীন রং মহল
মায়া মমতা ভালোবাসা সকল বিফল ২য়
মিছে করছো বাহাদুরি কিছু নয় তোমার
কে পাঠাল ভুবন মাঝে রাখলে না খবর ২য়


মুদিলে এই দুটি নয়ন দেখবে সবি অন্ধকার
মানুষ কিসের এত বড়াই কর জগতের উপর ২য়


অর্থ সম্পদ বাড় গাড়ি কিছুই সঙ্গে যাবে না
মাটির ঘর বাঁশের চাটাই হবে নতুন বিছানা ২য়
সাদা কাফন নেক আমল ছাড়া কিছুই রবে না
স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেহই নয়তো আপনা ২য়


হিংসা বিদ্বেষ মারামারি করলি সারা জনম ভর
মানুষ ভাবছো নাকি ছেড়ে যাবে জগত সংসার ২য়
অন্ধকার ঘরে থাকবে পরে একাকী দিন রজনী
কবি জীবন বলে সাঙ্গ হবে ভব লিলার কাহিনী ২য়
রচনাকাল : ১১/০৭/২০২৩ বিকাল ৫টা ৪০মিনিট