আজ বড় অচেনা হয়ে গেলেই তুমি
জামাল উদ্দিন জীবন


আজ বড় অচেনা হয়ে গেলেই তুমি
তোমা হতে অনেক দুরে থাকি আমি ২য়
সে না হয় ভালো চিতার অনল জ্বাল
জলে পুড়ে অঙ্গার এ প্রেমের কালো ২য়


মনেরই হরষে হৃদয় জ্বালো আরতি
প্রেমেরই পরশে ফুটিল কুসুম মালতী ২য়
বৃক্ষের পল্লবে সাজাই মোদের বসতি    
ভোমরা গুঞ্জনে পবনে ছড়ায় সে সুরভী ২য়


কেয়া কেওড়ার বনে মধুর আলিঙ্গনে
বাহুতে জরিয়ে রাখ প্রিয় মধু সমীরণে ২য়
জোনাকি ঝিঁঝিঁপোকা শুধায় সে কথা
সাথী থেকো জনম জনম প্রেমে মাখা ২য়


মরমে মরেছি প্রাণ সঁপেছি ওগো নির্জনে
সারা দিন মান নিশিতে ভাবি সঙ্গোপনে ২য়
প্রেম কলঙ্কের কালো জীবন করে আলো
জীবনে মরণে সঙ্গী সুদূর তেপান্তরে চলো ২য়
রচনাকাল : ১১/০৬/২০২৩