আজ মন আমার কি জানি কি কয়রে
জামাল উদ্দিন জীবন


আজ মন আমার কি জানি কি কয়রে
ওরে দিবা নিশিতে জাইতে মনে চায় ২য়
নবীর প্রেমে পাগল সোনার মদিনায়
জিয়ারত করব গিয়ে নবীর রও জায় ২য়


রহমাতুল্লিল আলামিন নবী এ বসু ধায়
জিন ইনসান ফেরেশতা ছালাম জানায় ২য়
আরশ কুরসি লৌহ কলামে প্রমাণ রয়
মাবুদ  প্রেমে মশগুল বন্ধু ডাকছে হায় ২য়


নবী প্রেমেরই সিন্ধু মিথ্যা নাইরে এক বিন্দু
বিশ্ব মাঝে অদ্বিতীয় তার কোন তুলনা নাই ২য়
এমন নবীর উম্মত আমরা আনন্দে আত্মহারা
নবীকে নিজে মাবুদ মিরাজের দাওয়াত দেয় ২য়


নবী রূপ অপরূপ এক মায়ার সোনার ছবি
সারা বিশ্ব মাঝে খুঁজলে কি আর একটা পাবি ২য়
দিন ইসলাম প্রচারের লাগি আসিলেন ধারায়
আকাশের মেঘ মালা মাঠে নবীকে ছায়া দেয় ২য়


অধমের মনে বড় আসা পাইতে চরণের ধুলি
নবী বিনে পাড়ের কাণ্ডার কেহ নাই যাই বলি ২য়
নবীর প্রেমে সৃষ্টি সবি খুঁজিলে সকলেই পাবি
মিছে মানুষ দন্দ করিস পাক কোরআন দেখ খুলি ২য়


আরশ কুরসি লৌহ কলামে প্রমাণ পাওয়া যায়
জিন ইনসান ফেরেশতারা নবী প্রেমে মাতোয়ারা ২য়
দিন রজনী গাইছে তারা খুশিতে হয়ে আত্মহারা
জীবন বলে আজও কাঁদেন নবী উম্মতের মায়ায় ২য়


রচনা কাল : ২৭/০৫/২০২৩ দুপুর ১২ ঘটিকা ৫০ মিনিট