আজ নিশিতে প্রিয়া আসিবে।
জামাল উদ্দিন জীবন


ফুটেছে ফুল পুষ্প বাগানে
অলিকুল ছুটে মধু আহরনে
পাপিয়া ডাকে কুহু কুহু সুরে
আজ নিশিতে প্রিয়া আসিবে।


শিমুল তলীর নায়ে একাকী
নিঝুম সন্ধ্যায় মন বিনিময়
হৃদয়ের গহিন কোনে লুকায়িত
না বলা কথা গোপন সে ভাষা।


চোখের অলক্ষ্যে বুঝে নিও নীরবে
তোমার অপেক্ষার প্রহর গুনছি
শত বাধা বিপত্তি উপেক্ষা করে
আগমন দুটি প্রাণ মিলিত হবে ।


আজ ডিঙ্গি ভাসাবো প্রেম যমুনায়
আমি কত শত প্রহর করেছি পার
এক জনই তুমি আমার ভালোবাসা
মনের মনি কোটায় হয়ে আছ রাণী।


সাদা বকের দল পানকৌড়ি সাথে
অবাদ ছুটে চলা ময়না নদীর ঘাটে
ফিঙ্গে বুলবুলি শালিক ময়না টিয়ে
ঘুঘু চড়ই দোয়েল শ্যামা হুতুম প্যাঁচা।


পাখিদের সুরেলা কলরবে মুগ্ধ হয়ে
শুনিতে গীত নব নব কত আয়োজনে
প্রেমের বন্ধনে বাধা দুজন এক সত্তায়
জীবনে মরণে রব সাথী দেহে আত্মায়।
রচনাকাল : ২২/০৭/২০২৩