বেধেছ চিরদিনের বন্ধনে তোমার সনে
এ বাঁধন টুকু ভুলে যেয়ো না খুলে দিয়ো না
ওগো মোর প্রিয়তম আমার চিরদিনের সাথী
তোমাকে যদি হারাই ধরণির বুকে হব একাকী


সেদিন বন্ধ হবে মোর অপলক দুটি আঁখি
প্রাণ পাখি মোরে ধরা হতে দিবে বিদায়
বারে বারে মোর প্রিয় তম সাথী এমন
মোরে বারে বারে এ পরাণ ডেকে কয়।


আশাড় শ্রাবণের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা
অশ্রু সিক্ত দেহ মন মোর জড়াবে বারি ধরেছে পারি
ধুয়ে মুছে সব দুঃখ ব্যথা গ্লানি করব মোরা একা কার
তোমার হাতে রেখে হাত পরাণে বাধিয়া পরাণ খানি।


করলাম শপথ দু জনায় থাকব এক সাথে আপন হয়ে
সারাটি জীবন তোমারই সাথে পাশাপাশি বসে দুজন
চাঁদনি রাতে তারাদের সাথে সর্বদা লুট পুঁটি কথা হয়
বিশ্ব মাঝে সুখের ঠিকানা তুমি সকল জনা আজ কয়।