এক জীবনে হয় নাগো স্বপ্ন পূরণ
জামাল উদ্দিন জীবন


এক জীবনে হয় নাগো স্বপ্ন পূরণ
ধরণীতে বাঁচতে শত আয়োজন
নিষ্ঠুর নিয়তি চলার নিয়মের গতি
মন্থর করে মরণে প্রেমের এ রীতি।


সুখে না হয় দুঃখকে বরণ করে
থেমে থাকার অবকাশ নেই ভূমে
আপন ভেবে যারে করেছি ভরসা
সে মন ভেঙ্গে দেয় মিটে না আশা।


অবুঝ মন করে জালাতন বারে বার
ভুলতে দেয় না প্রিয়ার মুখটি আমার
অমৃত সুধা করেছি পান তোমার তরে
জীবনে মরণে সাথী তুমিই পর পারে।
রচনাকাল : ২৬।১২।২০২৩