আমার আসার বাসা ভেঙ্গে গেছে
জামাল উদ্দিন জীবন


আমার আসার বাসা ভেঙ্গে গেছে
আপন মানুষ সকলেই পর হয়েছে ২য়
ও ভবে স্বার্থ সিদ্ধির হিড়িক পড়েছে
রক্তের বন্ধন হয় ছিন্ন টাকার কাছে ২য়


জগতে অর্থ কি তোর এতই আপন
ভুলে আছ ভালোবাসা মায়ার বন্ধন ২য়
মানুষ তুই ঘুরে মিছে স্বার্থের পিছে
হারালি যত্নে গড়া সাধের মানব জনম ২য়


তোমার অর্থের গৌরব অহংকার বাহাদুরি
অসৎ পথে গড়া দালান কোঠা বাড়ি গাড়ি ২য়
জগতে শেষ বিদায়ে থাকবে না জমিদারি
লেখক জীবন বলে মাটির ঘরে বসত বাড়ি  ২য়
রচনাকাল : ২৬/০৭/২০২৩