আমার বাড়ি আসবে বন্ধু আছি অপেক্ষায়
জামাল উদ্দিন জীবন


আমার বাড়ি আসবে বন্ধু আছি অপেক্ষায়
ভোমরা গুঞ্জনে বলে কথা শুনতে না পায় ২য়
সখি গন তাজা ফুলে ফুলে সাজাও ডালি
শেষ হবে দুঃখ ব্যথা পাব প্রেমেরই মালি ২য়


আমি যুগল হস্তে পুষ্প কলির মালা গেঁথেছি
পরাব বন্ধুর গলাতে শত জনম প্রহর গুনেছি ২য়
স্বপ্নে দেখি প্রাণ করে হৃদ মন্দিরে রেখেছি
ওরে জুড়াইব অন্তর আত্মা কাছে বন্ধু আসিলে ২য়


আমি কাছে চাই তোমায় মনের উল্লাসে
রাঙ্গা চরণ মুছাইব মাথার কালো কেশে ২য়
এ জীবন যৌবন সব দিয়েছি ভালোবেসে
এক জনমের প্রিয় আমার হয়ে অবশেষে ২য়


পথ পানে চেয়ে আছি প্রিয় হলো নাগো বাসর
থাক তুমি মহা সুখে দিয়ে গেলাম আমি অবসর ২য়
ভুল করে পড়লে মনে রে করে নিয়োগ অভিসার  
জীবন বলে মিটে না প্রেমের পিয়াস হলো হাশর ২য়