আমার মায়ের মুখের বাংলা ভাষা
জামাল উদ্দিন জীবন


আমার মায়ের মুখের বাংলা ভাষা
এতো হাজার প্রাণের বাঁচতে আসা
মা আমি জনম জনম আসব ফিরে
পেতে তোর আঁচল পাতা ভালোবাসা।


এই ভাষাতে কথা বলি মধুর সুরে সুরে
পাখ পাখালির ডাকে মনটা আকুল করে
সবুজ শ্যামল মাটির মায়া থাকে ঘরে ঘরে
নবান্নের উৎসব চলে মায়ের কোল টি জুড়ে ।


রক্তে রাঙা রাজ পথ মাগো বর্ণ মালায় লেখা
ওরে বিশ্ববাসী সেই ভাষায় বলে সকল কথা  
বুকের তাজা রক্ত ভাষার জন্য দিয়েছে ডালি
গানের সুরে পবন কানে কানে কথা যায় বলি।


ভাষার মান রাখিতে আপন প্রাণ দিল বিসর্জন
আমৃত্যু পথ চলা সকলে জানে পথ করেছে বরণ
বৃথা যায়নি তাদের বলিদান রেখেছে ভাষার মান
বিশ্বের যত বঙ্গ ভাষা ভাষী করে ভাই দের স্মরণ।


ভাই হারানোর ব্যথা ডাকি ভাষা দিয়ে মালা গাঁথি
হৃদয় মাঝে ছবি খানি নয়ন জলে মমতায় আঁকি
বাংলার বীর সন্তান সবার অলক্ষ্যে লুকিয়ে রাখি
কবি জীবন বলে একুশের প্রভাতে নয়ন মেলে দেখি।


উৎসর্গ : মহান একুশে  ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।