আমি জীবনের এই খেলা ঘরে
জামাল উদ্দিন জীবন


আমি জীবনের এই খেলা ঘরে
রইলাম পরে জগত মাঝে একা ২য়
মিথ্যে হলো সুখের স্বপন বাসর
দুটি নয়ন অশ্রু ভেজা কান্না মাখা ২য়


নিরাশার বালুচরে বাধি খেলা ঘর
স্বার্থ ঘেরা এই দুনিয়ায় সকল পর ২য়
আষাঢ় শ্রাবণ ঝড় বুকে জমা আমার
শূন্য হাত ব্যথা ভরা হৃদয় ব্যথা পাবার ২য়  


বাঁচার আসায় পাখি ডানা ঝাপটায়
ভুল করে যদি কভু নীড় খুঁজে পায় ২য়
নেয় না বুকে টেনে পরম মমতায়
ছিন্ন বীণা সুরের তার যায় ছিরে যায় ২য়


চলার পথ নেই জানা অজানায় দেই পারি
দুঃখ ব্যথা পিছনে ফেলে যাই সুখের বাড়ি ২য়
হিসাবের খাতায় অঙ্ক করে পেলাম গড় মিল
জীবন বলে এক জীবনে কি শোধ হবে ঋণ ২য়
রচনা কাল : ২০।১১।২০২৩