বিচার কর্ম ০১
জামাল উদ্দিন জীবন


তোমাদের এ হেন দায়িত্ব ভার
বলো আমি কি করে করব পালন?
বিচার কর্ম করা অতীব দুরূহ কাজ
জ্ঞানী গুনি আর প্রজ্ঞার অধিকারি নই।


জগতে অতীব সাধারণ নগণ্য মানুষ
এ কর্ম সাধিত করার ক্ষমতা কোথায়?
বিচারের কাঠগড়ায় নিজেই হই আসামি
হে জগৎ স্বামী তুমি মোরে করিও ক্ষমা।


হেন অপরাধী পাপী তাপী আমি আজ
তোমার তরে আপন শির করি নত
এ কর্ম ফল বহিবার কোন শক্তি দেহে নাই?
শক্তি হীন দেহ অবনত মস্তক মোর জগৎ প্রতি।


পৃথিবীতে সর্ব জনের কল্যাণ করতে আসিয়া
করেছি যত পাপাচার যাইনি পুণ্যের ধার পার
নিষ্ঠুরতা নির্মমতা স্বার্থ সিদ্ধি এহেন কোন কর্ম
নাই যা আমি করিনি আজ বিচারক হয়েছি।