বিচার কর্ম ০২
জামাল উদ্দিন জীবন


নিয়তি তোমাদের প্রয়োজনে আমায় এ পালা বদল
ন্যায়ের কথা, স্বার্থের কথা,অবিচার,প্রতারণা,আলোনা
আমাকে করতে হবে সর্ব পরি লোক ঠকানো মত কাজ
তোমাদের প্রয়োজনে সত্যকে মিথ্যা ন্যায় কে অন্যায়।


নিরহকে দোষী পাপীকে নিশপাপ,মিথ্যাকে সত্য বলতে হয়
টাকা দিয়ে এখন সব হয় মানুষ যা চায় সন্ধি হয় না সত্যের  
আর ন্যায় বিচার পরোপকার করা এটাই তোমাদের কর্ম
আজ কর্ম শক্তি নেই দুচোখের দৃষ্টি নেই নেই শ্রবণ শক্তি।


তোমার তরে ফিরিয়া আসিবার পূর্বে মোর অপরাধ
হিয়া কাপে ভয়ে থর থর দরদিয়া তুমি করিও ক্ষমা  
কি করে দিব প্রশ্নের উত্তর শুধাইলে মোর জগৎ প্রতি?
মাটির দেহ সতী রাখতে যাইয়া হয়ে গেছি নিজেই অসতী।


বিচার কর্ম করা অতীব দুরূহ কাজ, তোমরাই কর আজ
ছুটি হয়ে গেছে ধরণীর বুক হতে তাই নিতে হবে বিদায়
অতীব সাধারণ নগণ্য মানুষ ভাই এবার প্রস্থান করিতে হয়
যত টুক ভুল ছিল তোমাদের তরে মোরে করিয়া দিও ক্ষমা।
রচনা কাল : ২৩।০৭।২০১৬