বিদায়…….
জামাল উদ্দিন জীবন


জানি না কেমন করে বিদায় জানাতে হয়?
অনেকটা কষ্ট হচ্ছে,হৃদয়ের সব তার গুলো
ছিড়ে গেছে মনটা শুধু পিছনে পড়ে আছে
দুটি চোখ অবাক হয়ে আজো তাকিয়ে আছে।


তোমার পানে হেথা নয় তথা নয় অন্য কোথা
ঘাস বন,বাতাবি লেবু বন,ঝিলের ধারে, ডিঙ্গে
নদীর পারে,পুকুর ঘাটে,পুষ্প কালিতে, জগতে
সকল স্থান শূন্য হয়ে আছে,শুধু তুমি নেই বলে।


রাশি রাশি অন্ধকার অবরুদ্ধ করে ঘিরে রেখেছে
রজনী জোনাকিরা হাজারো প্রশ্ন আমাকে শুধায়?
সাথী হীনা তুমি একা কেন?বড় বেশি বেমানান,
আজ চন্দ্রটি কেমন থেমে থেমে,আলো দিচ্ছে
তবে কি? তার মনেও ব্যথার আঁচড় লেগেছে।


আর কত শত প্রশ্নের উত্তর আমি একা দিব
বলতে পার? জানি পারবে না তুমি নেই তাই
আজ আমাকে এটা করতে হচ্ছে বিদায় নিবে
নাও,তবে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে।


বড় অসময়ে তুমি চলে গেলে বলেই হয়তো আজ
সকলের এত প্রশ্ন জমা আঁখি জলে মনের আঙিনায়
হাজারো স্মৃতিগুলো বয়ে বেড়ায়,নিখিলের নিয়মে
সকলে নিবে বিদায়, চিরদিন জগত মাঝে চিরস্থায়ী।


বসবাস কারো নয়, কালের বিবর্তনে হয়তো আমিও
হয়ে যাব পর, সকল বন্ধন ছিন্ন করে তোমা হতে দূরে
পাবে না খুঁজে জগতে অন্য কারো রঙিন সীমানায়
দূরে বেদনা বিধুর সুরে ধরণী হতে জানিয়ে বিদায়।