বিজয় গাঁথা
জামাল উদ্দিন জীবন


আবার এসেছে ফিরে ডিসেম্বর
অন্তর জুড়ে জমা ব্যথার পাহাড়
মনে পড়ে স্বজন হারানোর কথা
শপথ উড়াই নিশান বিজয় গাঁথা।


সারা বিশ্ববাসী অবাক তাকিয়ে রয়
বাংলায় নব জাগরণ মায়ের মমতা।


ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
মোরা পেয়েছি স্বাধীনতা একটি পতাকা
লাল সবুজের বুকে লেখা কত কাব্য কথা
হারানো সোনার ছেলেদের বীরত্ব মাখা।


শাপলা শালুক প্রবহমান বহতা নদীর ঢেউ
পাখির মধুর সুর ভুলতে পারেনি তো কেউ
সবুজের সমারোহ ঘেরা সুন্দর পুষ্প বাগান
বীরাঙ্গনা সম্ভ্রম হারা নারীর রেখেছে সম্মান।


সন্তান হারানো আহাজারি হৃদয় ভাংগা কান্না
রক্ত নদীর দুকুল বেয়ে বয়ে চলেছে কত বন্যা
ঘুমন্ত শিশুর আত্ম চিত কার রণাঙ্গনের দামামা
হায়েনা পারেনি রুখতে দ্বার গন্তব্য ঠিক জানা।


নও জোয়ান হই আগুয়ান রজনী করিতে ভোর
দুর্গম পথ দিতে হবে পারি সঙ্গী মোরা কজনা
পিছু হটার নেই অবকাশ মনে প্রাণে সব জানা
বিশ্ব মাঝে পরিচয় বিজয়ে লাল সবুজ পতাকা।
রচনা কাল : ১২।১২।২০২৩