বন্ধুর প্রেমে হইলাম পাগলিনী
জামাল উদ্দিন জীবন


বন্ধুর প্রেমে হইলাম পাগলিনী
জাতি কূল মানরে সব ছাড়িয়া
আমি হয়ে যাবোগো দেশান্তরী
জীবনে মরনে থেক আমার হইয়া


এই মনে প্রাণে বন্ধুয়ার ছবি এঁকেছি
স্বয়নে স্বপনে সর্বদা নয়নে দেখিছি
ঘুম ভাঙ্গিয়া জাগিলে না কাছে পাই
বন্ধু আমার বাঁশির সুরে ডাকছে রাই


বন্ধু প্রেমের সিন্ধু নিজ গুনে দেখা দাও
অভাগীনির পানে তুমি ফিরিয়া তাকাও
পাবার আসায় কত নিশি ভোর হয়ে যায়
না আসিলে ফিরে বলিস গেছে যমুনায়


তার লাগিয়া পড়ল গলে কলঙ্গের ডুবি
এবার মনে কয় প্রেম নদীতে ডুবিয়া মরি
পাড়ার লোক সমাজে আমায় মন্দ কয়  
জীবন বলে এখন মরন ছাড়া নাই উপায়
রচনা কাল : ২৪/০৫/২০২৩ দুপুর ২ ঘটিকা