বৃথা মানব জন্ম ১ ও ২
জামাল উদ্দিন জীবন
*** ০১
আমি মানব জন্ম নিয়া আসিয়া এই জগতে
চাওয়া পাওয়া সকল হারায় কালের স্রোতে
অন্যায়ের ভিড়ে হারিয়ে যায় ন্যায় বিচার
কি হালে বেঁচে আছি বল না কি সমাচার?


স্বার্থের টানে আপন জনেরা দুরে গিয়াছে চলি
আমি নরাধম ধরণীর মাঝে একাই কথা বলি
জ্ঞান বুদ্ধি বিবেক সকল গেল কালের রসাতলে
ন্যায় নীতির পথ ভুলে সকলে অন্যায়ের সাথে চলে।


বিদ্যুৎ গতি নিয়ে বিরাম হীন পথ চলা ধরণী ময়
দেখেও দেখে না শুনে বোবা হয়ে থাকে বলা নিষেধ
প্রশাসনের কর্তা ব্যক্তিরা অন্যায়ের সাথে সন্ধি করে
ন্যায় নীতি সততা আদর্শ এখানে কাফন পরিয়ে দিয়ে।
*** ০২
বিবেকের সাথে অন্ত দন্দকে সর্বদা দাফন করতে হয়
এই দেশের নিয়ম নীতির ধার কেউ এখানে ধারে না
ঘুষ দুর্নীতি অবিচার অন্যায় করা তাদের নতুন আইন
চলছে সর্বদা দিন কি রাতে কেউ কারো ধার ধারে না।


ক্ষমতা সীন কর্তা ব্যক্তিদের হুকুম এখানকার আইন
সমাজ ব্যবস্থা গুনে ধরেছে পচে গেছে সকলে নীরব
কেউ কিছু বলে না কি লাভ বলে প্রাণ খানি যায় চলে?
ভয় আতঙ্ক উৎকণ্ঠা সংশয় সব মনে নিয়ে প্রতি নিয়ত।