দেওয়া ০১ ০২
জামাল উদ্দিন জীবন


রীম ঝিম রীম ঝিম করে নামিল দেওয়া
ফুটিল ফুল শিউলি কদম চামেলি ও কেয়া
সৌরভে মাতিল আজি চারি ধার
দেখি ঘরে ঘরে আজ রুদ্ধ দুয়ার।


ধেনু গুলো হাম্বা হাম্বা ডাকে বাহিরে
স্ব যতনে রাখতে দেখো গো হালে
টিনের চালে বৃষ্টির পড়ার জম জম আওয়াজ
মনকে ভুলিয়ে কোথায় যে নিয়ে গেছে।


মনে করিয়ে দেয় প্রিয়তম মানুষটির কথা
বরষায় ভিজে বলবো দুজনার  না বলা কথা
মনে পড়লো মনে মোর প্রথম মিলন ক্ষণ
অন্তহীন আকাশে আবার মেঘলা অন্ধকার।


বৃষ্টিতে ভিজে মোর হৃদয় মন প্রাণ শরীর
আমি আছি তোমার প্রতীক্ষায় অপেক্ষা রত
কাজে তে মন বসে না তোমায় ভাবি সারাক্ষণ
বরষায় আছি ভরসায় ঘটবে তোমার আগমন ।


বৃষ্টি এক নিঃশব্দ দিগন্ত ঝরঝর করে ঝরে পরে
নরম ভালোবাসা আর আদর বুলিয়ো ধরণির বুকে
গগন পানে চাতকের মত চেয়ে চেয়ে থাকি নিত্য
সারা বেলা আমি তোমারই প্রতীক্ষায় প্রিয় জন সাথী।