ফিরে এসো মোহনায়
জামাল উদ্দিন জীবন


ভোরের আকাশ ডাকছে তোমায়
ডাকছে ভোরের ফুল পাখিরা ও
বলছে জেগে ওঠ খোল দুটি আঁখি
কুয়াশার গগন ডাকছে প্রভাতে।


আমি আছি বাড়িয়ে দুটি হাত
নীল আকাশে মেঘেরা দেয় উঁকি
সূর্য রশ্মি গুলো প্রখর কিরণ
করে বিচরণ আগমন ধরায়।


পথ পানে চেয়ে প্রিয়ার আশায়
ভুল করে ফিরে এসো মোহনায়
তোমার হাতের পুষ্প মালা খানি
জড়িয়ে গলায় আনন্দ ঘন ক্ষণে।


পেরিয়ে যায় সুখের উল্লাসে
দু জনায় স্বর্গ সুখে মাতোয়ারা
অবারিত সবুজের বুকে বেদনা।


দু নয়নের জলে বুক ভেসে যায়
হৃদয় বলে সত্যি করে ভালোবাসি  
হিয়ার মাঝে স্মৃতি আঁকা রয়
চাইলে কি মন হতে মুছে ফেলা যায়?


প্রেম নদীতে ঝড় উঠেছে প্রমত্ত ঢেউ
ভাসবো নাকি ডুববো সঙ্গে নেই কেউ
আমার সকল সুখের উৎস তোমাকে বুঝি
জীবনের সব কুল তোমার মাঝেই খুঁজি।