মাবুদ তোমার কেমন খেলা
জামাল উদ্দিন জীবন


মাবুদ তোমার কেমন খেলা
বুঝি নারে কোন লীলা গো,
নদীর বুকে জীবন দিলে রে
সারা জীবন বাইলাম মানুষের ভেলা


পরের তরী বাইয়া বাইয়া রে দয়াল
ওরে গেছে আমার বেলা বইয়া গো
ঘাটে ঘাটে ঘুরলাম কত শুধু একেলা
বুঝি না তোমার ইশারা মিলাইছো মেলা


আমি সকাল সন্ধ্যায় ঘাটে রইলাম গো
তরী আমি কূল হতে অকূলে বাইলাম  
আমার সঙ্গে নাই কোন সহচারী এ এ
ভয়ে কাঁপে হিয়া কখন যেন ডুইবা মরি


মাবুদ আল্লাহ রে তুমি এসে হও কাণ্ডারী
দমে দমে জিকির করি শূন্য খাঁচা থাকবে পরি
নেই তো কোন বাহাদুরি বড়াই করা দাও ছাড়ি
সাদা কাফন সঙ্গে করি মাটির ঘরে থাকবে পরি।


রচনা কাল : ০৩।০৯।২০২১
গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন