হয় না মনে
জামাল উদ্দিন জীবন


ঘরের মাঝে ঘর খুঁজেছি বনের মাঝে বন দেখেছি
হৃদয়ে ছিলো তোমার বন্ধন আমার মাঝে আছি
আমি আপন মনে তোমার মাঝে তুমি নেই নিজের
বন্ধু তোমার অন্তরে অন্য জনা বসত করে নির্জনে।


প্রাণের চেয়েও দামি নিজের থেকেও ছিলে আপন
আজ অন্য কারো মাঝে আছো করছো ভুবনে বিচরণ
সাঁঝের বেলায় থাকতে বসে বাড়ি ফেরার অপেক্ষায়
হয় না মনে ভুল করেও আমায় তোমার জীবনের সনে।


তুমিও বদলে গেছো দিন বদলের নিয়মের স্রোতে
স্মৃতির স্মরণ শিখায় প্রজ্বালিত হাতে কেনো আছি
অপেক্ষমাণ অনিয়ম অকারণ রাঙ্গা চরণ খানি
পড়ে না চেনা পথে অচেনা আয়োজন তাতে।


অপেক্ষার প্রহর হয় না ভোর অমানিশা অন্ধকার
স্নিগ্ধ সকাল পাখিদের কূজন শিশির ভেজা ভোরে
উদিত হবে কি নতুন সূর্য্যি ফুটবে আলোর ফোয়ারা
সুখের অন্য সনে খুঁজি চেন মুখ হয়ে প্রেমে মাতোয়ারা