হইনি মনের মত
জামাল উদ্দিন জীবন


পুরুষ তুমি হওনি মনের মত
দায়িত্ব বোধের বেড়া জালে
বন্দি গণ্ডি তোমার অবিরত
জীবন পণ করে অন্তরে ক্ষত।


মা বাবা স্ত্রী দ্বারা সুতো হইনি
জগতে কারো কাছে মনের মত
বসু ধায় অন্যের জন্য খেটে মরি
দিবা রাত্রি অসাহাত্বকে বরণ করি।


পরিবারের চাহিদা কত প্রয়োজন
তোমায় ঘিরে হয় নাকি আয়োজন
মিথ্যে মোহ মায়ায় বন্দি হয়ে আছ
ভাবছ সকলে কত টাই ভালোবাসে।


খুন অক্ষরেও জানে না সকল মিছে
স্বার্থের লাগি এই পাগল জগত সংসার
নিজেকে নিয়ে ব্যস্ত সকল সব আমার
সারা জীবন হাড় ভাঙ্গা পরি শ্রমের মূল্য।


পাইনি প্রিয় জন আপন জন কারো কাছে
ভাবছ অবেলায় আমার জন্মটা শুধুই মিছে
প্রিয় ত্র সংসারে খেটে মরি সারা দিবা রাত্রি
পুরুষ নয় মনের মত কেবল অবহেলার পাত্র।