জী, কষ্ট ০২
জামাল উাদ্দিন জীবন
অর্থ বৃত্ত ধন সম্পদ গাড়ি বাড়ি আছে তোমার?
রাজত্ব আর রাজকুমার দুটোই আমার হাতে
তুমি অতি সাধারণ মানুষ ছিলে আমার কাছে
ভালো বাস লেই সব কিছু করতে হবে তা কেন?


সবার মত আমি একটু পরখ করলাম তোমায়
সঠিক ছিলে কিন্তু আমি থাকতে পারলাম না
আমার প্রয়োজন আরো বেশি ছিল পাইনি
তোমার পক্ষে সেটা পূরণ করা কখনও সম্ভব না।


তোমার হয়তো একটু কষ্ট হবে জীবন চলতে
কিছুদিন চলার চেষ্টা কর অভ্যাস হয়ে যাবে
তোমার কষ্ট নিয়ে এত ভেবে কি করব আমি ?
আমার মত আমি সুখে আছি জীবন মানে তো কষ্ট।


সুখ ছেড়ে কষ্ট নিয়ে জগতে পড়ে থাকতে কে চায় বল দেখি?
আমি সুখ বিলাসী সুখী মানুষ তুমি কষ্ট নিয়ে কর বসবাস
তোমার ভুবন মাঝে আজ সুখের অভাব দুঃখরা করে পরিহাস
তুমি ভালোবাসতে জান এর মানে জীবনে বেঁচে থাকার ইতিহাস।।