জীবনের সন্ধিক্ষণে
জামাল উদ্দিন জীবন


তোমার আশার আনন্দে
পাতা ঝরে নিঃশব্দ করে
প্রেমের অনুরাগে বাজে বাঁশি
শিশির পড়ে ঘাসের পরে।


শীতের সকাল মুগ্ধ তায় ভরে
নীরব নিস্তব্ধ এই রাতে,
ধরায় আমিও আছি জেগে
ঐ জোনাকি পো কার সাথে।


চক চকা আলো জ্বলে দূরে
হাজারো লোকের ভীড়
দেখ দূর আকাশে চাঁদ তারা
এই ভাবে কেটে যায় দুঃখ ভরা রাত।


নতুন সূর্য, ভুলিয়ে দাও সকল দুঃখ বেদনা
তোমার সোনালি আলোয় আলোকিত কর
নিশি হল ভোর রাঙা আলোর আভায় দেখি
খুলে গেছে দ্বার নতুন আগমনের বন্যায়।


তোমার স্নিগ্ধ হাওয়ায় পুলকিত মনকে
সিক্ত কর সুখ-আশা-স্বপ্ন ভরা ভালোবাসায়
অফুরন্ত সুখ আনন্দ বার্তা লয়ে আস ফিরে
আনন্দ চিত্তে বাহু ডুরে জীবনের সন্ধিক্ষণে।