যদি কোনদিন ০১
জামাল উদ্দিন জীবন


যদি কোনদিন আমায় ভুল করে মানে পড়ে যায়
দেখে নিও তুমি আছি তোমার মনের মণি কোঠায়
আমার কথা ভেবে যদি চোখে আসে বেদনার জল
দেখবে তোমার হিয়ার মাঝে বিচরণ করি অবিচল।


তোমার হৃদয় মাঝে কভু শূন্যতা অনুভব কর
তুমি বুঝে নিয়ো আমি রয়েছি তোমার মর্মে
তোমার দরাজ কণ্ঠের গান শুনাও না কত দিন
আমি পথ পানে চেয়ে থাকি মেলে দুটি আঁখি।


আসবে আমার মনকে রাঙিয়ে দিবে চেনা সুরে
অধীর আগ্রহ নিয়ে বসে থাকি সন্ধ্যা পেরিয়ে রাত
রাত পেরিয়ে আবার ভোরের আলো ফুটে জানি না
তবুও তোমার কণ্ঠস্বর কর্ণ  ‍কুহরে আমার আসে না।


কাশ বনের ধারে কেয়া পাতার নৌকায় ঘুরে বেড়াতাম
কত মধুর স্মৃতি আজো ভেসে বেড়ায় মনেরই আঙিনায়
হৃদংকে রাঙিয়ে তেপান্তরে প্রেমের খেয়া ভাসায় বলছে
দুজন হবো দুজনার জীবন চলার সাথী হারাবো অজানায়।