যদি কোনদিন ০২
জামাল উদ্দিন জীবন


স্মৃতির সাথে একাই সাথী তুমি নেই সেখানে  
ভালবাসায় কান্নায় অশ্রু সিক্ত দুটি আঁখি
অসহায়ের মতন কল্প নাতে জড়িয়ে রাখি
সেদিন খুঁজিনি বন্ধু আজ বড় প্রয়োজন।


প্রাণের টানে আজ বেড়েছে মোর মনের মায়া
তুমি নেই পাশে ভাবিলে পাই কেবলই ছায়া
জীবনে বিষাদ বেদনা বয় অন্তর জুড়ে রয়
না পাওয়ার নিদারুণ বেদনা আমায় জ্বালাতন করে।


কত স্মৃতি কত কথা পড়ে মনে তোমার স্মরণে
অকারণে বারং বার তোমাকে খুঁজিয়া বেড়াই
আকুল হয়ে ব্যাকুলতায় মতো  কাছে পেতে চাই
জানি তা কোন দিন সম্ভব নয় তবুও তোমায়...
গৌধুলী বিদায় নিবে প্রকৃতির আভা ফুরিয়ে যায়
দেখি ধরণীর বুক হতে সব আলো নিয়েছে বিদায়।