কি ভুল করেছি তোমায় ভালোবেসে
জামাল উদ্দিন জীবন


কি ভুল করেছি তোমায় ভালোবেসে
সে ভুলের কখনও হয় নাতো ক্ষমা ২য়
কর জোরে মিনতি করি বারে বারে
পরি শোধ করে দিও সকল পাওনা ২য়


স্বার্থের দুনিয়ায় সকল মিছে বালুচর
চুকিয়ে দিব সকল ঋণ এ খেলা ঘর ২য়
হৃদয় পাতার লেখা মুছে দিও চিরতরে
মনের গহীনে এঁকো ছবি তুলির আঁচড়ে ২য়


স্মৃতি খেলা করে হৃদয়ের আঙিনায়
ফেলে আসা দিন মনে জমা কথা কয় ২য়
বদলে গেছ গড়ে সুখ বাসর অজানায়
আমি বসত করি একা নতুন ঠিকানায় ২য়


স্বপ্ন আসা মরে গেছে নিশির আধারে
তুমিও হারিয়ে যেয়ো প্রিয় অভিসারে ২য়
খুঁজে পাবে না হাজার লোকের ভীরে    
মায়ার বন্ধন ছিন্ন দেখা হবে পরপারে ২য়
রচনাকাল : ১৪/০৮/২০২৩