কোথায় খুঁজবো বলতো
জামাল উদ্দিন জীবন


কোথায় খুঁজবো তোমায় আর বলতো
পদ্ম দীঘির জলে শ্যাওলার ঘাটে নেই
পুষ্প রাজি সুপারি বৃক্ষের বনেতে দেখি না?
তোমার আমার হাতে গড়া ভেন্নার বসতি।


আজও নীরব শূন্য পরে আছে তুমি নেই বলে
ঝিলের জলে শাপলা শালুক আর ঢেঁপের খই
কত দিন মাছ ধরা হয় না নদী খালের জলে
পান কৌড়ী ডাহুক সনে আনন্দ খেলায় মাতা।


আর ভাসি না দুজনে ডিঙ্গি নৌকা কলার ভেলায়  
বুনো পাখি পাতি হাঁসের দলের সনে ছবি আঁকা
বাঁকা রেখা গুলো আজো মনে পরে মোর জীবনে
জাম জামরুল বেত ফল গুলো আরো লটকোন ছিল।


তোমার প্রিয় ফল দেখি দুচোখে ধরি না দুহাতে
পুতুল খেলার ছলে সাঁজ তে বউ আর আমি বর
সেকি লজ্জায় লাল তোমার চন্দ্র বদন মুখ খানি
ভীরু আঁখিতে বুকে কাাঁপন তাকাতে মোর পানে।


আজ পরবাসে কর বসবাস আমায় ফেলে একা
কোন ভুলে মনের খেয়ালে ত্রি ভুবনে ফেলে গেলে
এমন তো কথা ছিল না তবে কেন এমন করলে বলো
আমার জীবন অন্ধকারে ডেকে কার প্রাণে জ্বালো আলো।