ললনা
জামাল উদ্দিন জীবন


হিম হিম হিমেল হাওয়া বয়
উড়ায় শাড়ীর আঁচল খানা
আলতা পায়ে পুষ্প কলিতে
ললনা সে কোন পথে ধায়।


প্রভাতে ঘরের বাহির পানে
দেখে মন করে আন চান
ভালোবাসি দিয়া মন প্রাণ
বাঁকা চোখে আমার পানে।


ললনা ফিরে ফিরে চায়
হরিণ কালো আঁখি দুটিতে
না বলা মনের ভাষা গুলি
আমায় যত্নে সুধা চায়?


দুরু দুরু কাপে আজ হিয়া
হবে কি মোর প্রাণ প্রিয়া
উষ্ণ কিরণ উদিত ধরায়
রঙের ছিটা আলো ছড়ায়।


বদন খানি লজ্জাবতীর ন্যায়
ললনা পুলকিত হয় আগমনে
বলিতে না পারে কইতে না পারে
ঊষার কিরণ প্রস্ফুটিত হবার ক্ষণে।


বাসর সাজাই দিয়ে গোলাপ পাপড়ি
সখা আজ মত্ত আমার বাহুডোরে
প্রিয়ার আজ হবে কি আগমন আপন ঘরে?
মনের আঙিনায় শত আয়োজন প্রিয় বন্ধুরে।