মেঘে  ঢাকা চাঁদ
জামাল উদ্দিন জীবন


কোন এক গোধুলী লগনে
আমি দেখি ছিলাম তোমায়
আমার পাশ দিয়ে অবচেতন মনে
তোমার চলে যাবার শেষ ক্ষন।


তাকিয়ে ছিলাম তোমার পানে
আনমনে অপলক নয়নে শেষ সীমানায়
তোমার আমার মিতালী ছিল
বর্তমান হতে পূর্ণ জনম পর্যন্ত।


তুমি ভুলে গেছ বেধেছ ঘর অন্যের সনে
হিয়ার মাঝে তোমার বিচরণ সর্বক্ষণ
আমায় দোলা দিয়ে মনকে ভুলিয়ে দেয়
আজ আছ তুমি স্মরণে ভুলিলি তোমায়।


অবিরাম ধারায় ঝরছে আজ বৃষ্টি
তোমার মনে হয়ে ছিল ভালোবাসার সৃষ্টি
বলেছিলে  অনেক ভালোবাসো আমায়
পারবে না ছেড়ে একা থাকতে ভুলে যেতে।


এটাই কি তার পরিচয় কি হল আজ পরিণয়?
আবেগী মন তোমায় ভেবেছি কত শত বার
দু নয়নে স্বপ্ন নিয়ে তোমায় এঁকেছি
খুঁজেছি আমার স্বপ্নময় পৃথিবীতে।


সব আলোর মেলায় তারা জল মল কর ছিল
আমার জীবন চলার পথ আজ বেজায় কালো
আমি এক মেঘে ঢাকা চাঁদ আলোর শিখা জ্বলে না
আমার জীবন অন্ধকারে ঢাকা আলোর দেখা মিলে না।