জামাল উদ্দিন জীবন
মানব জন্ম বসুধায়


মানুষকে ভাল পথ দেখালে ভাবে স্বার্থ খুঁজি
সহযোগিতা করতে চাইলে বুঝে ফয়দা লুটি
খাদের কিনারা হতে টেনে তুললে ভুলে যাবে
উপকার করলে বলবে পিঠের ছাল তুলে নিবে।


বিপদ গ্রস্থকে সাহায্য করলে পর ক্ষণে ভুলে যাবে
নিজেকে অনেক বুদ্ধি মান আর চালাক প্রাণী ভাবে
দুঃখের কথায় সুযোগ নিবে স্বপ্ন চুরি করে পালাবে
স্বপ্ন আসা পূরণে সবার আগে বাধা দিবে বিশ্বাসী জন।


সারাক্ষণ কানের কাছে বলে এটা তোমার জন্য নয়
উপরে উঠতে চাইলে দু পা ধরে টেনে নিচে নামাবে
সুখের ঘরে যন্ত্রণার আগুন জেলে দূরে দাঁড়িয়ে দেখবে
অন্যের ভালে দেখলে হিংসুটে করবে কথায় কান ভারি।


নিজের ভুল শিকার না করে অন্যের দোষ খুঁজে বেড়ায়
সমাজের সব হতে জ্ঞানী গুনি বুদ্ধিমান চতুর ব্যক্তি সে
অন্যের কথা শোনার সময় নেই নিজে সব সময় বলে যাবে
মনুষ্যত্ব বিবেক বুদ্ধি রসাতলে দিয়ে নিজেকে জাহিরে ব্যস্ত।

জগতে সৃষ্টির সেরা হিসাবে আগমন ঘটেছিল ধরায় যাদের
আজা তারাই এতটা হিংস্র হায়েনা জানোয়ারে পরিণত হয়েছে
শিক্ষা ভিতরে মনুষ্যত্ব বিবেক কর্ম কাণ্ড পশুকে হার মানায়
ধিক মানব সন্তান জন্ম নয় ধরায় শুধুই মিছে মিথ্যে পরিচয়।


কর্মের মাঝে বেঁচে থাকার প্রত্যয় মানব জনম এমনটা হয়
সবার সেরা হবো মর্যাদার আসন পাব মানব জনম লোকে কয়
পাছে লোকে বলে আত্ম পরিচয় যেও না ভুলে স্মরণে ডেক আমায়
মেলে দুটি আঁখি জনম জনম মঙ্গলের  প্রদীপ হয়ে জলবো বসুধায়।
রচনাকাল : ০২/০৩/২০২৪